একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে উঠবে’ ‘ফিলিস্তিনিদের রক্ত থেকে

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইসরাইলের বর্বর গণহত্যার কারণে ফিলিস্তিনিদের যে রক্ত ঝরছে তা থেকেই একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। গতকাল (রোববার) রাজধানী তেহরানের শাহরিয়ার এলাকায় এক সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সারা বিশ্বের মানুষ আজ দখলদার ইসরাইলকে ঘৃণা করছে এবং জাতিসঙ্ঘের ভূমিকায় তারা হতাশ। বিশ্ব সংস্থাটি ফিলিস্তিনিদের ওপর বর্বরতা প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ অবস্থায় আজ বিশ্ববাসী একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। বিভিন্ন জাতিগোষ্ঠী ও ফিলিস্তিনিদের বিশুদ্ধ রক্তের ওপর ভিত্তি করে এই ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে।’ ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, গাজার জনগণের ধৈর্য ও সহনশীলতা সারা বিশ্বের মানুষকে প্রতিরোধ এবং মানবতার শত্রুদের প্রতি ঘৃণা প্রকাশের শিক্ষা দিল।

রায়িসি বলেন, ‘পাঁচ হাজার ফিলিস্তিনি শিশুর বিশুদ্ধ রক্ত আজকের ফেরাউনদের আঘাত করতে এবং তাদের শাসনের অবসান ঘটাতে ঐশী প্রতিশোধের কারণ হবে।’
সূত্র : পার্সটুডে

See More

Latest Photos