অপু-বুবলীর বিরোধ আবারও প্রকাশ্যে এলো

Total Views : 90
Zoom In Zoom Out Read Later Print

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এ দুই চিত্রনায়িকার সম্পর্ক যে খুব একটা মধুর না, তা প্রকাশ্যে এসেছে বহুবার। এবার সামনে এলো নতুন কাণ্ড। বুবলীকে একদমই পছন্দ করেন না অপু বিশ্বাস। এর প্রমাণ ফের পাওয়া গেল সম্প্রতি তার এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন শাকিব খানের প্রথম স্ত্রী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ মন্তব্য করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে ঘৃণা করি আমি।’ অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

এরপর থেমে থাকেননি অপু বিশ্বাসের সতীন বুবলীও। নিজের ফেসবুকে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়। তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’ বুঝতে আর কারো বাকি নেই যে তিনি খান সাহেবের প্রথম স্ত্রীকেই ইঙ্গিত করেছেন।

তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভীষণ ভালোবাসেন বলে জানান অপু। তিনি বলেন, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। খুব কিউট, মাশআল্লাহ।’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

 

প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী।

See More

Latest Photos