গাঁজা পাচারের দায়ে ২ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার এএসআই তারেক আলী ও কনস্টেবল সোহেল রানাকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করেন। মামলা সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বিজয় এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালাচ্ছিলেন ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ট্রেনটি বাজিতপুর স্টেশন পার হওয়ার সময় কনস্টেবল সোহেল রানার ব্যাগ থেকে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সোহেল রানাকে গ্রেপ্তার করে ভৈরব থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তিনি গাঁজার ব্যাগটি নেন। আখাউড়া রেলওয়ে থানায় কর্মরত এএসআই তারেক আলী তাকে এ ব্যাগটি দেন। এ ঘটনায় এসআই নাজিউর রহমান বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া সোহেলকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন।
২ পুলিশ সাময়িক বরখাস্ত গাঁজা পাচারের দায়ে
এ বিষয়ে মামলার বাদী নাজিউর রহমান বলেন, ‘সন্দেহ হলে সোহেল রানার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘তারেক আলীকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। তবে কি কারণে বরখাস্ত হয়েছে সেটি আমি জানি না।’