অভিনেত্রী প্রার্থণা ফারদিন দীঘির মা অভিনেত্রী দোয়েল ছিলেন মুসলমান, অন্যদিকে বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু। ফলে অনেকের মধ্যেই কৌতুহল দিঘী কোন ধর্মের অনুসারী। এ প্রশ্নের উত্তর খোলাখুলিভাবে দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি জানিয়েছেন, আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, তবে মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আমি ইসলাম ধর্মের অনুসারী -অভিনেত্রী দিঘী





তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। উল্লেখ্য, চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে দিঘী ব্যাপক জনপ্রিয়তা পান। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বড় হয়ে তিনি নায়িকা হয়েছেন। বর্তমানে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্মে কাজ করছেন দিঘী।