অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে কেউ কেউ -প্রভা

Total Views : 93
Zoom In Zoom Out Read Later Print

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন নাটকে খুব কম অভিনয় করেন। তার জীবনযাপন সীমাবদ্ধ হয়ে পড়েছে বাসায়। শুটিং করলেও সেখান থেকে বাসায় চলে আসেন। বাসায়ই সময় কাটান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন বিষয় নিয়ে তার মতামত তুলে ধরেন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুর্হূত কাটাতে দেখা যায় তাকে।

 ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠে কিছু কথা বলা হয়। ভিডিওতে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই। ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, সব স¤পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে। তার এমন মন্তব্যের সঙ্গ একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।

See More

Latest Photos