দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা ফরিদপুর-ভাঙ্গা রেলপথ: ২ হাজার ক্লিপ চুরি,

Total Views : 99
Zoom In Zoom Out Read Later Print

ফরিদপুর-ভাঙ্গা রেললাইনের পাতের প্রায় দুই হাজার ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি ফরিদপুর থেকে যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আগে থেকে টের পাওয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। ট্রেনের যাত্রী নবাবজাদা বলেন, ‘আমি প্রতিদিন ফরিদপুর থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ট্রেনে ভাঙ্গায় আসি। ট্রেনটি ফরিদপুর থেকে ছেড়ে আসার পরে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া- হামেরদীর মাঝামাঝি জায়গায় এসে ট্রেন থেমে যায়। পরে লোকজনের মুখে জানতে পারি, রেলপাতের ক্লাম বা ক্লিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

ভাঙ্গার স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘রাজবাড়ী থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গায় আসার পথে নওপাড়ায় রেল লাইনের পাতির প্রায় ২ হাজার ক্লিপ খুলে ফেলেছে এমন তথ্য জানার পর ট্রেন সেখানে থেমে যায়।’

স্টেশন মাস্টার আরও জানান, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে বুধবার বিকাল ৫টার দিকে পুশ ট্রলি রেল লাইন চেক করার সময় প্রায় ১৫০০-১৬০০ প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পায়। পরে বিষয়টি রাজবাড়ী রেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুশ ট্রলিটি নষ্ট হওয়া রেলপথের ওপর সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেলপথটি মেরামত করে রাত ৯ টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান এই কর্মকর্তা। প্রায় আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

See More

Latest Photos