টঙ্গীতে গলা কেটে গর্তে পুঁতে রাখা হয় নারীর লাশ

Total Views : 106
Zoom In Zoom Out Read Later Print

গাজীপুরের টঙ্গীতে গলা কেটে ডোবায় গর্ত করে পুঁতে রাখা একজন গায়িকার লাশ উদ্ধার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্ধার লাশটি করে থানা পুলিশ।

নিহত মোছা: মানসুরা খাতুন (২৮) গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী উত্তর পাড়ার মরহুম জাহাজী মিয়ার মেয়ে। তিনি টঙ্গী গাজীপুরা কবিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়ার জনৈক লোকমানের বাড়ির পূর্বপাশে ডোবায় একটি গর্তে একজন নারীর গলাকাটা লাশ দেখতে পান পথচরিরা। পরে থানায় খবর দিলে পুলিশ ওই গর্ত থেকে নিহতের লাশ উদ্ধর করে। গলা কাটা ওই লাশ গর্তে পুঁতা ছিল। গর্তের ওপর নিহতের মাথা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মানসুরাকে কলা গেটে হত্যা করে গর্তে পুতে লাশ গুম করার চেষ্টা করে। ভিকটিম মানসুরা স্থানীয় হুপলুন নামের গার্মেস্ট কারখানায় চাকুরির পাশাপাশি মানুষের বাসা বাড়িতে গিয়ে গান শিখাতেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

See More

Latest Photos