দিল্লির অস্বস্তি কাশ্মির নিয়ে সৌদির বক্তব্যে

Total Views : 82
Zoom In Zoom Out Read Later Print

সৌদি আরবের সাথে সমীকরণ বদলেছে ভারতের। সম্প্রতি ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের সময়ে দু’দেশের আটটি চুক্তি হয়েছে‌। প্রস্তাবিত ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ আর্থিক করিডরেও অংশীদার সৌদি আরব। কিন্তু কাশ্মির নিয়ে পুরনো অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে না রিয়াদ; বরং জাতিসঙ্ঘে ওআইসি গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাশ্মির সংক্রান্ত বৈঠকে কাশ্মির নিয়ে মুখ খুলে ভারতকে অস্বস্তিতে ফেলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান। তিনি কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘মধ্যস্থতা’ করার চেষ্টার কথা বলায় দিল্লির অস্বস্তি আরো বেড়েছে। জাতিসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ফয়সল। ২০ সেপ্টেম্বর সেখানে ওআইসি গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাশ্মীর বৈঠকে যোগ দেন তিনি।

ওই বৈঠকে ফয়সল বলেন, ‘কাশ্মির এশিয়ার ওই এলাকার নিরাপত্তার পক্ষে একটি বড় চ্যালেঞ্জ। সৌদি আরব সবসময়ই ওই সমস্যা মেটাতে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।’

তার বক্তব্য, ‘মুসলিম সম্প্রদায়ের সদস্যদের নিজেদের পরিচিতি রক্ষার লড়াইয়ে সৌদি আরব সবসময়ই তাদের পাশে রয়েছে। কাশ্মির সমস্যার সমাধান হওয়া উচিত।’

ওই বৈঠকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস গিলানি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা কাশ্মির সং‌ক্রান্ত বৈঠকে তুলে ধরেন।

সূত্র : আনন্দবাজার

See More

Latest Photos