কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্র করার জন্য আজারবাইজান ও রাশিয়া কাজ করছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় সেনাবাহিনীর মুখপাত্র আনার ইভাজভ শুশা। তিনি বলেন, ‘আমরা রাশিয়ান শান্তিরক্ষীদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করছি। বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্রীকরণ পরিচালনা করছি।’ ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। ইভাজভ বলেন, ‘আমরা ইতোমধ্যে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছি। আজারবাইজান একটি ছিটমহলে হামলার তিন দিন পর বিচ্ছিন্নতাবাদীরা নিরস্ত্র হতে সম্মত হয়েছে।’
আজারবাইজান-রাশিয়া কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্র করার কাজ করছে





তিনি আরো বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সময় লাগতে পারে। কারণ কিছু বিদ্রোহী দুর্গম পাহাড়ি জেলায় অবস্থান করছে। তবে আমরামাইন ক্লিয়ারিং ও ডিমিলিটারাইজেশনকে অগ্রাধিকার দিচ্ছি।
সূত্র : ডেইলি সাবাহ