ঐশ্বরিয়া তুমুল কটাক্ষের মুখে ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’ :

Total Views : 46
Zoom In Zoom Out Read Later Print

সিনেমার পর্দায় তার দেখা পাওয়া যায় না। কিন্তু আন্তর্জাতিক প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দেখা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাতে প্রশংসা অনেক জুটেছে। আবার নিন্দুকরাও মুখর হয়েছেন। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’- এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীর ভিডিওতে। বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন ঐশ্বরিয়া। বলিউডে তার এন্ট্রি ববি দেওলের বিপরীতে ‘অউর প্যায়ার হো গ্যায়া’ সিনেমার মাধ্যমে। এরপর আর পিছনে ফিরে তাকাননি অভিনেত্রী। ‘তাল’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ধুম ২’র মতো সিনেমার মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। মাঝে সলমন খানের সঙ্গে সম্পর্ক ও তিক্ততার জন্য খবরের শিরোনামে উঠে আসে ঐশ্বরিয়ার নাম। ওই সব বিতর্ককে পিছনে ফেলেই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

বচ্চন পরিবারের বউমা হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন ঐশ্বরিয়া। কিন্তু প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটে জুটল সমালোচনা।

'বড্ড বেশি প্লাস্টিক সার্জারি। সুন্দরই তো ছিলেন এসব করানোর দরকার ছিল না', 'ওজন বেড়ে গেছে, ঠিকঠাক মেকআপও হয়নি তাই বয়স বোঝা যাচ্ছ, অবশ্য দিনের শেষে এই তো ঐশ্বরিয়া, এমন মন্তব্য করা হয়েছে ঐশ্বরিয়াকে কটাক্ষ করে। কেউ আবার দাবি করেছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, কেউ তাকে বাড়িতে থাকার পরামর্শও দেয়া হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

See More

Latest Photos