দিল্লির লবকুশ রামলীলায় প্রথম মহিলা হিসেবে রাবণ দহন করার সুযোগ পান কঙ্গনা রনৌত। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। তাতেই আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ছাড়লেন না সমালোচনা করতে। ‘এক্স’ সাইটে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনার বিকিনি পরা ছবিও শেয়ার করেন তিনি। তাতেই পাল্টা জবাব দেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। কঙ্গনার বিকিনি পরা ছবির পোস্ট শেয়ার করে ‘এক্স’ সাইটে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, ‘এসপিজি গসিপ’ অনুযায়ী ইনি প্রায়শই উড়ে বেড়ান। শুধু এসপিজি গসিপ কেন? কারণ সংগঠনের মানুষজন একটু বেশিইমাত্রায় কাজ করে ফেলেছেন। এনাকে মুখ্য অতিথি করাটা মর্যাদা পুরুষোত্তমের প্রতি অশোভনীয় আচরণ।
বিজেপি নেতাকে কঙ্গনা মেয়েরা শুধু যৌনসুখের জন্য নয়,





এর জবাবে কঙ্গনা লেখেন, ‘বিকিনি পরা ছবির সঙ্গে নোংরা মন্তব্যের ছবি শেয়ার করে আপনি বলতে চাইছেন রাজনীতির পথে আমার শরীর ছাড়া আর কিছুই দেওয়ার নেই। হা হা, আমি একজন শিল্পী আর তর্কসাপেক্ষ হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে ভালো, একজন লেখিকা, পরিচালক, প্রযোজক আর বিপ্লবীমনের একজন দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সার। যদি আমার বদলে কোনও পুরুষ হতেন তাহলে আর তার যদি ভবিষ্যতের মহান নেতা হওয়ার সম্ভাবনা থাকত তাহলেও কী আপনার মনে হত তিনি নিজের শরীরের বিনিময়ে রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছেন?
এর জবাবে কঙ্গনা লেখেন, ‘বিকিনি পরা ছবির সঙ্গে নোংরা মন্তব্যের ছবি শেয়ার করে আপনি বলতে চাইছেন রাজনীতির পথে আমার শরীর ছাড়া আর কিছুই দেওয়ার নেই। হা হা, আমি একজন শিল্পী আর তর্কসাপেক্ষ হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে ভালো, একজন লেখিকা, পরিচালক, প্রযোজক আর বিপ্লবীমনের একজন দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সার। যদি আমার বদলে কোনও পুরুষ হতেন তাহলে আর তার যদি ভবিষ্যতের মহান নেতা হওয়ার সম্ভাবনা থাকত তাহলেও কী আপনার মনে হত তিনি নিজের শরীরের বিনিময়ে রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছেন?
এরপরই অভিনেত্রী লেখেন, ‘মনের ভেতরে গেঁথে থাকা লিঙ্গ-বৈষম্য আর নারীর শরীরের প্রতি সুপ্ত লালসার প্রতিফলনে আপনার কথা বিকৃত মস্তিষ্কের মানুষের কথার মতো শুনতে লাগছে। মেয়েরা শুধুমাত্র যৌনলালসার জন্য নয়, তাদের মস্তিষ্ক, মন, হাত, পা-সহ আরও অনেক কিছু আছে যা পুরুষদের রয়েছে কিংবা কোনও মহান নেতা হওয়ার জন্য লাগে। তাই না মিস্টার সুব্রহ্মণ্যম?
বিগত কয়েক বছর ধরেই বলিউড ‘কুইন’ কঙ্গনার হাত ধরে আসছে না কোন হিট সিনেমা। ‘থালাইভি’ থেকে শুরু করে ‘পাঙ্গা’ কিংবা ‘ধাকড়’র মত একের পর এক ফ্লপ ছবি মুক্তি পেয়েছে তার। এরই মাঝে শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তেজস’ ছবিটি। মুক্তির প্রথম দিনে খুব একটা সুবিধা করতে পারেনি
বলিউড মুভি রিভিউজ বলছে, ভারতের আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘তেজস’ ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র দেড় কোটি রুপি! যার ভেতর পিভিআর, আইনক্স ও সিনেপলিস থেকে এসেছে ৮৫ লক্ষের কাছাকাছি। বাকি এসেছে সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে। অথচ তারপরও প্রথমদিন হলে ৭% দর্শকাসনও ভর্তি হল না।