হোটেল থেকে লাশ উদ্ধারসিলেটে

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে নিপুন বাবু (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিপুন বাবু কিশোরগঞ্জ জেলার খলিয়া থানার একরামপুর গ্রামের সুরুজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে নিপুন বাবু হোটেল ছালিমের ৩৪০ নম্বর কক্ষে উঠেন। তার একটি মাটি কাটার মেশিন আছে। সেটি সুনামগঞ্জে সরকারি একটি প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছে। সেই মাটি কাটার মেশিনের একটি যন্ত্রাংশ কিনতে তিনি সুনামগঞ্জ থেকে সিলেট এসে হোটেল আল-ছালিমে উঠেন। তার সাথে শুক্কুর আলী নামে একজন ছিলেন। বুধবার দিবাগত রাত ২টার দিক নিপুন মারা গেলে শুক্কুর প্রথমে হোটেল কর্তৃপক্ষকে এ খবর দেন এবং পরে হোটেল কর্তৃপক্ষ জানায় পুলিশকে। পরে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

See More

Latest Photos