শ্রমিকের মৃত্যু রোবটের হাতে

Total Views : 106
Zoom In Zoom Out Read Later Print

দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনভেয়ার বেল্টে রাখার জন্য রোবটটি ব্যবহার করা হয়।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত সবজির বাক্স ভেবে ওই ব্যক্তিকে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি তিনি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন। রোবটটি ক্যাপসিকাম ভর্তি বাক্স তুলে একটি কনেভয়ার বেল্টে রাখার কাজে ব্যবহৃত হতো।

ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিকে বাক্স ভেবে ভুল করে। রোবটটি তার শক্তিশালী বাহু দিয়ে লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে। এতে তার মুখ ও বুক পিষে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ারই আরেক ব্যক্তি রোবটের হাতে মৃত্যু হয়।

পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
সূত্র : দ্য গার্ডিয়ান

See More

Latest Photos