ব্যাটিংয়ে ভারত সেমির লড়াইয়ে

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা একাদশ নিয়েই খেলছে ভারত। নিউজিল্যান্ড একাদশেও নেই কোনো পরিবর্তন। দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন বললেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

ইংল্যান্ডের অনুষ্ঠিত গত আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত।

এবারের আসরে লিগ পর্বে ৯ ম্যাচের সবকটিতেই জিতে দুর্দান্ত প্রতাপের সাথে শেষ চারে পা রাখে বিশ্বকাপ স্বাগতিকরা। পক্ষান্তরে টানা চার ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হেরে যায় নিউজিল্যান্ড। লিগ পর্বের শেষ ম্যাচ জিতে শেষ চারে ওঠে গত আসরের ফাইনালিস্টরা।

See More

Latest Photos