৪৮ ঘণ্টার হরতাল সারাদেশে শুরু

Total Views : 78
Zoom In Zoom Out Read Later Print

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি-জামায়াতে ইসলামী। আজ রোববার ভোর ৬টায় থেকে মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে এই হরতাল। ৪৮ ঘণ্ট হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়েত ইসলামী। শনিবার সন্ধ্যার পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশাল ও বিক্ষোভ মিছিল হয়েছে। সন্ধ্যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিএনপি এবং ছাত্রদলও বিক্ষোভ মিছিল করেছে।

হরতাল রোববার ভোর থেকে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাতেই রাজধানীতে আগারগাঁও তালতলা, গুলিস্তান ও সিটি কলেজে সামনে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর তিনটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

এর আগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এর আগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮, ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

See More

Latest Photos