ইউক্রেন আরেক ভয়ংকর রাত দেখল

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

আরেক ভয়ংকর রাত দেখল ইউক্রেন। দেশটির দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলে শুক্রবার রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চার শতাধিক শহর ও গ্রাম। দোনেৎস্ক অঞ্চলে প্রায় ২১ হাজার মানুষ এখন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জাপোরিজঝিয়া অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬৩টি বসতি। রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ওডেসাতে একটি তেলের ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ১৫০০ এরও বেশি বাসিন্দা। বিবিসি, রয়টার্স।

এদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সময় ইরানের তৈরি ৩৮টি শাহেদ ড্রোনের মধ্যে ২৯টি ভূপাতিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে এসব ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনের বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনাদের নির্ভুল কাজই ইউক্রেনের জন্য আক্ষরিক অর্থে জীবন।’ তবে এসময় তিনি ‘শীত যত কাছে আসবে রুশরা ততই হামলা জোরালো করার চেষ্টা করবে’ বলে সতর্ক করেছেন তিনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও রাশিয়ার ড্রোন হামলায় গ্রিডের ক্ষতির কারণে অনেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেনও পালটা আক্রমণে পিছিয়ে নেই। রাশিয়ায় দেশটি ড্রোন হামলা চালিয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। আরও জানিয়েছে, একটি ড্রোন ‘মস্কো অঞ্চলের বোগোরোদস্কি আরবান ডিস্ট্রিক্টের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়েছে।

See More

Latest Photos