কোনো ফোনই থাকবে না ভবিষ্যতে !

Total Views : 71
Zoom In Zoom Out Read Later Print

স্মার্টফোন ছাড়া একটি দিন চলাও প্রায় অসম্ভব! ডিজিটাল যোগাযোগের অন্যতম মাধ্যম স্মার্টফোন। কিন্তু এই ফোন নাকি ভবিষৎয়ে থাকবে না। এর জায়গা দখল করবে অন্য প্রযুক্তি। ‘নট ইলন মাস্ক’ নামের এক ব্যক্তি এই দাবি করছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে চলে আসছে নিউরালিঙ্ক। সেই ‘পোস্ট’ টি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ভবিষ্যতে কোনো ফোনই থাকবে না! থাকবে শুধু নিউরালিঙ্ক।

ইলন মাস্কের এই দাবিকে অবাস্তব বলে অনেকেই খারিজ করে দিচ্ছেন। তবে ইলন মাস্ক দাবি করছেন, অপারেশন করে ছোট্ট একটি চিপ মস্তিষ্কে বসিয়ে দিলেই সেটি মানুষের ভাবনা এবং ডিজিটাল দুনিয়ার মধ্যে যোগাযোগ তৈরি করতে পারবে। যেমন— ভাবনা দিয়েই  ট্যাব,  কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস উপায়ে এই প্রযুক্তি ডেটা সরবরাহ করবে।

বিজ্ঞানীদের কারও মতে, মস্তিষ্কের সব রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এমন প্রযুক্তি আনা কখনোই সম্ভব হবে না। তা ছাড়া মানবমস্তিষ্কের জন্য এই প্রযুক্তি কতটা নিরাপদ, সে প্রশ্নও থাকছে। বলা হচ্ছে, মাথায় অপারেশন করে ব্রেন-চিপ বসানোর চেয়ে স্মার্টফোন ব্যবহার করা আরও বেশি নিরাপদ।

See More

Latest Photos