বগুড়ায় কলেজ ট্রেন লাইন চ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

Total Views : 44
Zoom In Zoom Out Read Later Print

বগুড়ার গাবতলীতে কলেজ ট্রেনের তিনটি বগি লাইন চ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত রাত ১২টায় লাইন চ্যুত বগিগুলো সরানো সম্ভব হলেও বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলো ঘটনাস্থল অতিক্রম করেনি। রোববার রাত পৌনে ৯টার দিকে গাবতলী রেলস্টেশনের প্রবেশ-মুখে ট্রেনের বগিগুলো লাইন চ্যুত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু। তিনি জানান, সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন নামের লোকাল ট্রেনটি বগুড়া রেলস্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায় রোববার রাত সোয়া ৮টায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইন চ্যুত হয়। গাবতলী রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল, এ কারণে গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, রাত পৌনে ১২টার দিকে বগিগুলোকে সরিয়ে নেওয়া হয়। তবে বগি লাইন চ্যুত হওয়ার কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ও সান্তাহারগামী লোকাল ট্রেনগুলো এখনো ঘটনাস্থল অতিক্রম করেনি।

See More

Latest Photos