বাবা সেলিব্রিটি না সন্তানের কাছে: অপু বিশ্বাস

Total Views : 127
Zoom In Zoom Out Read Later Print

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ৪৫ থেকে ৪৬ এ পা রাখলেন। শুক্রবার নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনও ছিল চোখে পড়ার মতো। দুই সন্তানের জনক শাকিব খান তার বিশেষ দিনের আনন্দ আলাদা আলাদা করে সন্তানদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন। বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানের জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস।

ছবিতে দেখা যাচ্ছে একটি লাল কেক কাটছেন শাকিব খান। এতে আব্রামের পক্ষ থেকে লেখা রয়েছে, ‘‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা’’। 

বাবা আর ছেলের ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এ এক অন্যরকম বন্ধন। যাকে বলে আত্মার বন্ধন, শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’’

See More

Latest Photos