ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এ সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী, তবে একটি অপ্রত্যাশিত বাধা সৃষ্টি হয়েছে। তুরস্কের আকাশসীমা দিয়ে ইসরাইলি বিমান চলাচলে বাধা দেওয়ার কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থার পাশাপাশি 'টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি' উল্লেখ করেছে, তবে সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, মূল কারণ ছিল তুরস্কের বাধা।
নেতানিয়াহু বাকু সফর বাতিল তুরস্কের আকাশসীমায় বাধা,





এ ঘটনা ঘটেছে চলতি মে মাসে, যখন নেতানিয়াহু আজারবাইজান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তুরস্কের আকাশসীমায় উইং অফ জায়োন স্টেট বিমানটিকে উড়তে দিতে অস্বীকৃতি জানানোয় তার সফর বাতিল করতে হয়। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, তারা গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে সফর করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সময় দ্বিগুণ বেড়ে যাওয়ায় সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এটি প্রথমবার নয় যে, তুরস্কের কারণে ইসরাইলি কর্মকর্তাদের সফর বাতিল হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে, ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগও একই কারণে তার আজারবাইজান সফর বাতিল করেন। তখনও বলা হয়েছিল, নিরাপত্তার কারণে সফর বাতিল করা হয়েছে, তবে বাস্তব কারণ ছিল তুরস্কের আকাশসীমা দিয়ে তাদের বিমান চলাচলে বাধা দেওয়া। এমন পরিস্থিতি ইসরাইল ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দেয়।
আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ ইসরাইলি বিমানের বেশিরভাগ সময়ই তুরস্ক, সিরিয়া, ইরাক বা ইরান আকাশসীমা দিয়ে যেতে হয়। এই ধরনের জটিলতার কারণে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের সংকট আরও প্রকট হচ্ছে। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল