ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় জুনায়েদ (১৫) এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ মে) সকাল ৭ টার দিকে বাড়ির পাশের একটি বালি ভরাট জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন এসে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। নিহতের বাবা মনু মিয়া মৃত। নিহতের ভাই তুহিন জানান, তার ভাই একই এলাকায় একটি কারখানায় কাজ করতো। একটি অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে তার ছোট ভাইয়ের মোবাইল ফোনে বারবার হুমকি দিয়ে ফোন আসছিল। শনিবার গভীর রাতে কাজ শেষে সে বাসায় ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ভাইকে রাস্তায় ফেলে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তুহিন আরো জানান, বেশ কিছু দিন আগে রাজাবাড়ি গার্ডেন পার্কে তার ভাইয়ের সাথে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকার কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়েছিল। তার ধারণা এই ঘটনার সূত্র ধরেও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কিশোরকে গলা কেটে হত্যা দক্ষিণ কেরানীগঞ্জে





এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”