‘ওরা পাকিস্তানকে নয়, ক্রিকেটকে অসম্মান করেছে’

Total Views : 8
Zoom In Zoom Out Read Later Print

গতকাল (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

রীতি অনুসারে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির ট্রফি তুলে দেওয়ার কথা।

এসিসি সভাপতি মহসিন নকভি মাঠে অপেক্ষায় কারলেও পাকিস্তানি বলে তার হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে বাধ্য হয়ে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন দলের ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান।

অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, ‘আমাকে এসিসি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল পুরষ্কার গ্রহণ করবে না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ।’

নকভিসহ এসিসির সকল কর্তা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ভারতীয় দল মঞ্চে এসে সেলফি তুলে। এসময় দলের সকল সদস্য এবং কোচিং স্টাফেরা যোগ দেন ফটো সেশনে।

এ সময় খালি হাতে উদযাপন করতেও দেখা যায় ভারতীয় ক্রিকেট দলকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া অভিযোগ করে বলেন, ‘যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দেবেন।’

ফাইনাল ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’

সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, এসিসি সভাপতি মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে।’

See More

Latest Photos