এসআর ড্রিম আইটি নারীদের ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার নতুন কর্মসূচি নিল

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এসআর ড্রিম আইটি। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় নারীভিত্তিক কর্মদক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘নারী ফ্রিল্যান্সিং ক্ষমতায়ন অভিযান’। এই উদ্যোগের মাধ্যমে নারীরা ঘরে বসে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন ব্যবসার বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। ক্যাম্পেইনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দুই অভিজ্ঞ নারী ট্রেইনার — মেহনাজ করিম অর্ণি ও ওয়াসিকা রহমান পারিসা। তারা দীর্ঘদিন ধরে নারী স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। দুই প্রশিক্ষক জানান, কেবল একটি স্মার্টফোন থাকলেই দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ক্লাসগুলো অনুষ্ঠিত হবে জুম লাইভ প্ল্যাটফর্মে, ফলে অংশগ্রহণকারীরা ঘরে বসেই অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। প্রতিটি অংশগ্রহণকারী পাবেন এক বছরের ফ্রি অনলাইন সাপোর্ট এবং সার্বক্ষণিক সহায়তার জন্য থাকবে একটি বিশেষ কমিউনিটি গ্রুপ, যেখানে ট্রেইনাররা ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের পাশে থাকবেন।

এসআর ড্রিম আইটি কর্তৃপক্ষ জানায়, নারীদের ডিজিটাল স্কিলে দক্ষ করে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সুযোগ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নারী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, শীর্ষ ১০ জনের জন্য বিজনেস ফান্ডিং, ৩ লক্ষ টাকার স্কলারশিপ, সেরা ১–২ জন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার, এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য এসআর ড্রিম আইটিতে সরাসরি চাকরির সুযোগ। এছাড়াও সব অংশগ্রহণকারী আজীবনের জন্য নারী মেন্টর ও নারী ট্রেইনার নেটওয়ার্কে যুক্ত থাকার সুযোগ পাবেন।

 

প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালে থেকেই এসআর ড্রিম আইটি নারীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় এবার তাদের লক্ষ্য আরও বড় পরিসরে নারীকে ডিজিটালভাবে দক্ষ করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

প্রতিষ্ঠানটির কর্ণধার শুভ আহমেদ বলেন, ‘এ পর্যন্ত এসআর ড্রিম আইটি থেকে অনেক শিক্ষার্থী স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা বিশ্বাস করি, শিক্ষিত ও স্বাবলম্বী নারীই পারে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। সুযোগ পেলে একজন নারীই বদলে দিতে পারেন নিজের জীবন, পরিবার ও সমাজ।’

See More

Latest Photos