ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচা নোর সুযোগ।
বাংলাদেশ স্পিনই ভরসা সিরিজ জিততে





সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে নামবে।
এদিকে কাল বাংলাদেশ দল আগের ম্যাচের দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলন করেছে। আগের ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়েছিল। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার বলের গতি-টার্ন বুঝতে না পেরে আউট দ্রুত। পরে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও ভুগেছেন একই সমস্যায়। ভেতরে ঢোকা বলে পায়ের মুভমেন্টে ঘাটতি থাকায় ফেরেন তারা।
সোমবারের অনুশীলনে ফোকাস ছিল ফুটওয়ার্ক ও রোটেশন অব স্ট্রাইক নিয়ে। সেন্টার উইকেটে দুই ঘণ্টার অনুশীলনে ব্যাটারদের বাস্তব ম্যাচ পরিস্থিতির মতো খেলিয়েছেন সিমন্স।
লক্ষ্য ছিল টার্নিং উইকেটে কীভাবে সামনের বা পেছনের পায়ে ভর দিয়ে খেলতে হবে, সিঙ্গেল নিয়ে ইনিংস এগিয়ে নিতে হবে এবং মাঝের ওভারে কীভাবে চাপ সামলাতে হবে। এসব কৌশল অনুশীলনে বুঝিয়ে দেওয়া হয়। বল করেছেন স্পিনার নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
অনুশীলন শেষে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানোর চেষ্টা করা হয়েছে।’
ক্যারিবীয়রাও বুঝতে পেরেছে স্পিনে কীভাবে খেলতে হবে। তারাও স্পিন সামলানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছেন অনুশীলনে। তারাও স্পিন-নির্ভর উইকেটে স্লো বোলারদের সাহায্যপ্রার্থী হয়েছেন।