চোরাকারবারি গ্রেফতার দুই কোটি টাকার স্বর্ণের বারসহ

Total Views : 75
Zoom In Zoom Out Read Later Print

যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেফতার ব্যক্তি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ অলিউল্লা (৫৫), শেখ আরিজুল্লাহর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সকাল ৬:৩০ টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং মোট ওজন ১.০২০ কেজি।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন যে- তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।

অভিযান শেষে গ্রেফতার অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

See More

Latest Photos