নারী বিশ্বকাপ: প্রাইজমানিতে পুরুষদের ছাড়িয়ে গেল! চ্যাম্পিয়ন দল পাবে ৪২ কোটিরও বেশি রুপি

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবার শুধু শিরোপার লড়াই নয়, ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি জেতারও সুযোগ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ফাইনাল ম্যাচ ক্রিকেটে (পুরুষ বা নারী) দেওয়া সর্বকালের সর্বোচ্চ পুরস্কার অর্থের নতুন রেকর্ড গড়তে চলেছে।

ফাইনালে অর্থের অঙ্ক:

  • চ্যাম্পিয়ন দল: বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (যা প্রায় ৩৯.৭৮ কোটি রুপি)। এটি যেকোনো ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ বা নারী) দেওয়া সর্বোচ্চ পুরস্কার।

  • রানার্স আপ দল: রানার্স আপ দল চ্যাম্পিয়নদের অর্ধেক অর্থ, অর্থাৎ ২.২৪ মিলিয়ন ডলার পাবে।

আইসিসি সেপ্টেম্বরে ঘোষণা করেছিল যে, এই নারী ওয়ানডে বিশ্বকাপের মোট পুরস্কারের পরিমাণ ১৩.৮৮ মিলিয়ন ডলার (প্রায় ১২৩ কোটি রুপি)। যা ২০২২ সালের আসরের তুলনায় ২৯৭ শতাংশ বেশি।

ভারতের মোট পুরস্কার: ফাইনালে পৌঁছানোর সুবাদে ভারত ইতিমধ্যেই অংশগ্রহণ এবং গ্রুপ পর্বের ম্যাচ জয়ের জন্য ৩৫০,০০০ ডলার (প্রায় ৩.১ কোটি রুপি) নিশ্চিত করেছে। যদি ভারত ফাইনালে জয়ী হয়, তবে দলটির মোট পুরস্কারের পরিমাণ ৪২ কোটি রুপির বেশি হবে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও তাদের লিগ পর্বের পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই ৪০০,০০০ ডলারের বেশি অর্থ নিশ্চিত করেছে।

সমান বেতনের নীতি: পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সমান বেতনের নীতি অনুসরণ করে নারী চ্যাম্পিয়নদের প্রাইজমানিও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বিজয়ীদের সমানভাবে দেওয়ার পরিকল্পনা করছে। ২০২৪ সালে পুরুষ দলকে (রোহিত শর্মার নেতৃত্বাধীন) বিজয়ী হিসেবে ১২.৫ কোটি রুপি পুরস্কৃত করা হয়েছিল।

এই ফাইনালটি ভারতের জন্য তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম বিশ্বকাপ ফাইনাল। উভয় দলই তাদের প্রথম শিরোপার খোঁজে মাঠে নামবে।

See More

Latest Photos