গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা

Total Views : 39
Zoom In Zoom Out Read Later Print

স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে আন্দোলনকারী আট দলের নেতাকর্মীরা পুরানা পল্টনে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শাপলা চত্বরে আসতে থাকেন এবং পরে অন্য ইসলামি দলগুলোর সঙ্গে পল্টনে মূল সমাবেশে যোগ দেন।

See More

Latest Photos