সকল মুসলমানকে মদিনার ইসলাম পালনের আহ্বান; রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে কওমি আলেমদের কড়া সমালোচনা
'জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে': হেফাজত আমির
জামায়াতে ইসলামী মাওলানা মওদুদীর প্রবর্তিত ইসলাম অনুসরণ করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি জোর দিয়ে বলেছেন, সকল মুসলমানের জন্য মদিনার ইসলাম পালন করাই অপরিহার্য।
শনিবার (০৮ নভেম্বর) দাওয়াতুল ইহসান বাংলাদেশের আয়োজিত 'কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান' শীর্ষক এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
আলোচনায় অংশ নেওয়া অন্যান্য বক্তারাও ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক আলেম-ওলামা ব্যক্তিস্বার্থে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ধর্মের নামে অপকর্ম করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন যে, রাজনীতি ও ধর্মকে এক করে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁদের অভিযোগ, জামায়াতে ইসলামী ক্ষমতা দখলের জন্য ধর্মকে ব্যবহার করছে। এমনকি, দলটি ক্ষমতায় এলে কওমি মাদরাসাগুলো বন্ধ করে দিতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা কওমি মাদরাসা এবং ওলামায়ে দেওবন্দের ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা সতর্ক করে বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না, যা কওমি মাদরাসার সুনাম নষ্ট করে। বক্তারা ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।