একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই : মঈন খান
তিনি বলেন, জুলাই আন্দোলনকে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা সঠিক নয়। কেউ চাইলে নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারেন, তবে বাস্তবে এই আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নেতৃত্বের কারণেই আন্দোলন সফল হয়েছে। ড. মঈন খান আরও বলেন, ছাত্ররা আন্দোলনের অগ্রভাগে ছিলেন ঠিকই, কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের ছাত্র–জনতার আন্দোলন একদিনে গড়ে ওঠেনি; এটি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের সংগ্রামের ফল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী সরকার বিএনপির সব রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল।