ঢাকা-১৬ এ আসছে লায়ন হাকীম মাহবুবা খানম

Total Views : 107
Zoom In Zoom Out Read Later Print

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে ইসলামিক জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ থেকে ঢাকা-১৬ (আসন নং–১৮৯) এ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন হাকীম মাহবুবা খানম। দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।


ঢাকা, নিজস্ব প্রতিবেদক:


মাহবুবা খানম বলেন, ঢাকা-১৬ সহ সমগ্র বাংলাদেশকে নিরাপদ, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে তিনি কাজ করবেন। রাষ্ট্রীয় আইন মেনে কর্মসংস্থান সৃষ্টি, দেশি–বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং শিল্প–কলকারখানা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই তার অঙ্গীকার।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, এবং বেকার জনগোষ্ঠীর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। এসব উদ্যোগ পরিবার ও সমাজকে আর্থিক স্বচ্ছতার দিকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা-১৬ আসনের অনেক ভোটার মনে করেন, মাটি ও মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এই নেত্রী সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবেন।

See More

Latest Photos