মহাকাশে বিয়ে করার পরিকল্পনা করছেন টম ক্রুজ ও আনা ডে আরমাস। এমন গুঞ্জনে তোলপাড় ছিলো পুরো হলিউড। সেই গুঞ্জনের মাস খানেক পার হওয়ার আগেই এল বিচ্ছেদের খবর। ভেঙে গেছে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের সম্পর্ক। নয় মাসের সম্পর্কের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম: বিয়ের আগেই বিচ্ছেদ





ঘনিষ্ঠ সূত্র জানা গেছে, টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের সম্পর্ক এখন শেষ হয়েছে। তারা আর প্রেমের সম্পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো। এছাড়া সেই সূত্র আরো জানিয়েছে, সূত্রটি আরও জানিয়েছে, টম ক্রুজ আর আনা ডের মধ্যে আগের মতো উন্মাদনা আর নেই, কিন্তু পরস্পরের সঙ্গ এখনো তারা উপভোগ করছেন। তবে তাদের এই বিচ্ছেদের খবরটি এমন সময়ে সামনে এলো, যখন তাদের দুজনের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। ‘ডিপার’ নামে একটি থ্রিলার ছবিতে কাজ করার পরিকল্পনা করছিলেন টম ক্রুজ ও আনা ডে। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তাদের ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে ছবিটি স্থগিত করা হয়েছে। তবে সূত্র থেকে আরো জানা যায়, আনাকে ইতিমধ্যেই তার পরের ছবিতে কাস্ট করা হয়েছে, তাই তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।