দৈনিক বাংলার ডাক পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Total Views : 101
Zoom In Zoom Out Read Later Print

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা “দৈনিক বাংলার ডাক” এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ নভেম্বর, শনিবার বিকাল ৩ ঘটিকায় রাজধানীর ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল (৩য় তলা) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মোঃ আব্বাস উদ্দিন, সাবেক সভাপতি, ট্যাক্সাস বার, ঢাকা, সভাপতিত্ব করবেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী। আরো উপস্থিত থাকবেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, জাতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ,  দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, উদ্যোক্তাসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।  


অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুনীজনদের প্রতি সম্মাননা জ্ঞাপন। 'দৈনিক বাংলার ডাক' দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সংবাদপত্র জগতে এক বিশেষ স্থান করে নিয়েছে। এই পথচলার পেছনে যারা নিরলসভাবে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন।



উক্ত অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত ও অনুপ্রানীত করার জন্য 'দৈনিক বাংলার ডাক'-এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আপনাদের সকলের উপস্থিতি আমাদের আগামী পথচলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


অনুষ্ঠান সূচি: তারিখ ও দিন: ৮ নভেম্বর, শনিবার সময়: বিকেল ৩টা। স্থান: ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল।

See More

Latest Photos