ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন: পরিবারে শোকের মাতম

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশি প্রবাসীর দাফন নিজ নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এই প্রবাসীরা ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যাঁরা এক বুক আশা নিয়ে বিদেশে গিয়েছিলেন স্বচ্ছলতা ফেরানোর জন্য।

নিহতদের পরিচয় ও দাফন

বিমানযোগে মরদেহগুলো শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তা স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

  • সন্দ্বীপের সাতজন হলেন—আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। তাঁদের দাফন সন্দ্বীপেই সম্পন্ন হয়েছে।

  • নিহত অপর প্রবাসী আলাউদ্দিনের মরদেহ চট্টগ্রামের রাউজানের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন সম্পন্ন হয়।

দুর্ঘটনার কারণ

গত ৮ অক্টোবর এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওমানে মাছ ধরার বোটে কাজ করতেন। সাগরে মাছ ধরা শেষে তাঁরা মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রবাসীদের এই করুণ মৃত্যুতে তাঁদের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

See More

Latest Photos