মন্দ ঋণ অবলোপন করার আগে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পুরস্কৃত করা যাবে। এ জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পর্ষদের অনুমোদন করিয়ে নিতে হবে।
গ্রাহককে জানাতে হবে খেলাপি ঋণ অবলোপনের আগে





এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়, অনাদায়ী খেলাপি ঋণের মধ্যে যেগুলো মন্দ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ওইসব ঋণ দুই বছর পর্যন্ত অনাদায়ী থাকলে ব্যাংকগুলো ওইসব ঋণ অবলোপন করতে পারবে। এ ক্ষেত্রে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে অবলোপনের কমপক্ষে ৩০ দিন আগে জানাতে হবে। একই সঙ্গে গ্রাহক ঋণ অবলোপনের বিষয়টি জানেন কিনা- সেটিও ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। তারপরই কেবল ওই ঋণ অবলোপন করা যাবে।
এতে আরও বলা হয়, মন্দ ঋণ অবলোপনের পর সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। এসব ঋণ আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যাবে। তবে এ ধরনের পুরস্কারের ক্ষেত্রে প্রতিটি ব্যাংকের জন্য আলাদা নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করিয়ে নিতে হবে।