সরকার থেকে টাকা নেয় না ‘ক্রিকেটাররা , দেয়’

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

দ্বিপাক্ষিক সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে ক্রিকেটাররা বাজে খেললেই প্রশ্ন ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন করেন তাদের আজ জবাব দিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দলের ওয়ানডের অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ক্রিকেটাররা সরকার থেকে কোনো টাকা নেন না, বরং সরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন। 

বৃহস্পতিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দেই। হ্যাঁ, আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স সরকারকে দেই।’

মিরাজ আরও বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদের টাকা দেওয়া হয়। সরকার থেকে আমরা টাকা পাই না। বরং সরকারকে আমরা টাকা দেই।’

তিনি আরও বলেন, আমরা ক্রিকেট খেলেই টাকা পাই। এই জিনিসটা হয়তো সবাইকে পরিষ্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা সবার জানা উচিত।’

ওয়ানডে অধিনায়ক আরও বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না। আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এ রকম নয়। আমরা যে টাকাটা পাই বেশির ভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে। আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।’

মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে।’

See More

Latest Photos