মুন্সী নাছির আহমেদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সুমনের পিতা। বিগত ১৭ বছর ধরে ঢাকার রাজপথে বিএনপি ও সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন সালাহউদ্দিন সুমন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দায়িত্বশীল নেতা। জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। চার আগস্ট শাহবাগ মোড়ে শত শত নেতাকর্মী নিয়ে তিনি যে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করেন, সেখানে তাঁর আগুনঝরা বক্তব্য সাড়া তোলে। সেই বক্তব্য সম্প্রচার করে অসংখ্য জাতীয় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম। বক্তব্যে তিনি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেন— “এই ১৭ কোটি মানুষের দাবি মেনে নিন, পদত্যাগ করুন। মুক্তিযোদ্ধার সন্তানেরা ছাত্র-জনতার এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করছে।” সুমন আরও উল্লেখ করেন, তাঁর শেকড় মাগুরায়। তাঁর বাবা মুন্সী নাছির আহমেদ মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর পলিত ইউনিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি একজন ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা। সম্প্রতি তাঁকে মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে মনোনীত করায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাছির আহমেদ।





সালাহউদ্দিন সুমন বলেন, “যখন অনেকেই ভাতা বা সন্তানের চাকরির কথা ভেবে মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয়কে রাজপথে কাজে লাগাতে চাননি, তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।