আসন্ন বিশ্বকাপের আগে তাদের দুর্বলতাগুলোকেও প্রকট করে তুলেছে।
লজ্জার রেকর্ড গড়ে ভারতের কাছে হারলো পাকিস্তান; বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা





ঢাকা: বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এক লজ্জাজনক হারের সাক্ষী হলো পাকিস্তান। ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ম্যাচে ভারত পাকিস্তানকে রেকর্ড সংখ্যক রানে পরাজিত করে, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম বাজে পারফরম্যান্স হিসেবে চিহ্নিত হয়েছে। এই হার শুধু দলের মনোবলেই আঘাত হানেনি, বরং আসন্ন বিশ্বকাপের আগে তাদের দুর্বলতাগুলোকেও প্রকট করে তুলেছে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে বিরাট কোহলি ও রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ভারত ৩৫০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। কোহলি ব্যক্তিগত ১০২ রান করে অপরাজিত থাকেন এবং রোহিত শর্মা ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। পাকিস্তানের বোলাররা শুরু থেকেই লাইন-লেন্থ হারিয়ে ফেলেন, যার ফলস্বরূপ অতিরিক্ত রানও ভারতের স্কোরকে আরও ফুলিয়ে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ছিল সম্পূর্ণ দিশেহারা। ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ'র বোলিং তোপে পাকিস্তানের টপ অর্ডার দ্রুতই ভেঙে পড়ে। বাবর আজম (২০) ও মোহাম্মদ রিজওয়ান (২৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে যায়, ৩৫ ওভারও টিকতে পারেনি দলটি।
এই হারে পাকিস্তান ২০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়, যা ভারতের বিপক্ষে তাদের ওয়ানডে ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের হার। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি 'লজ্জার রেকর্ড'। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দলের পারফরম্যান্সে হতাশা ব্যক্ত করেন এবং বিশ্বকাপের আগে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, "আমরা আজ কোনো বিভাগেই ভালো খেলতে পারিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং - সব ক্ষেত্রেই আমরা ভারতের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হলে দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে।"
অন্যদিকে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "এটা দলের জন্য একটি চমৎকার জয়। বিশ্বকাপের আগে এমন একটি বড় জয় আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। আমাদের বোলাররা এবং ব্যাটসম্যানরা সবাই দারুণ খেলেছে।"
এই ম্যাচটি নিঃসন্দেহে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিতে একটি বড় ধাক্কা হিসেবে কাজ করবে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই হার থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান দল যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে বিশ্বকাপের মূল পর্বে তারা আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে।
বিস্তারিত জানতে চোখ রাখুন
https://www.google.com/search?q=banglardak.com.bd, MTV Bangla এবং https://www.google.com/search?q=epaper.banglardak.com.bd-তে।