ভারতীয় নাগরিক গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে

Total Views : 33
Zoom In Zoom Out Read Later Print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মো. রবিন হোসেন (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শশীদল বিওপি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।        

জানা যায়, শশীদল বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করেছেন। খবর পেয়ে শশীদল বিওপি'র জেসিও নায়েব সুবেদার আবু বক্কর ফোর্সসহ শশীদল ইউপিস্থ নারায়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নারায়নপুর এলাকার মেইন পিলার ২০৫৮/৬ এসের কাছে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাজারের সামনে রাস্তার ওপর থেকে ভারতীয় নাগরিক মো. রবিন হোসেনকে গ্রেফতার করে।         


গ্রেফতারকৃত রবিন হোসেন ভারতের বক্সনগর এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের মো. আব্দুল সালামের ছেলে। 

এ ব্যাপারে গ্রেফতারকৃত রবিন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।           

See More

Latest Photos