যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যর্থনা সমাবেশ ইউনূসকে স্বাগত জানাতে

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

শুক্রবার স্থানীয় সময় ১১-১২টার মধ্যে জাতিসংঘে ৮০তম অধিবেশনের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গ্যালারীতে অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির ৬জন নেতা।

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোতে অবস্থান করে অভ্যর্থনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

 

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। 

 

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। 

 

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য বদরুল আলম চোধুরী শিপলু এবং বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিনসহ হাজারখানেক বিএনপির নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

 

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করে জাতিসংঘে দেয়া তার কথা রাখবেন।

 

সম্রাট বলেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কটসহ নানা বৈশ্বিক সঙ্কটের কথা তুলে ধরেছেন। আওয়ামীলীগের দোসরদের টাকা পাচারের বিষয়টিও উঠে এসেছে তার ভাষণে। আমরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানাই। 

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য বদরুল আলম চোধুরী শিপলু বলেন, ৫০০০ কিলোমিটার দূর থেকে এসে আমরা স্বার্থক। প্রধান উপদেষ্টা দারুণ ভাষণ দিয়েছেন। তার ভাষণে আমরা খুশি। 

 

বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, ড. ইউনূস একজন বিশ্বখ্যাত সম্মানিত লোক। আমরা আশা করি তিনি তার কথা রেখে সম্মান আরো বাড়িয়ে তুলবেন। তার ভাষণে আমরা সন্তুষ্ট।


See More

Latest Photos