গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

Total Views : 76
Zoom In Zoom Out Read Later Print

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতদের পরিচয় এখানো জানা যায়নি। হতাহতদের বাড়ি মাদারীপুর জেলায়।

তারা কাশিয়ানী উপজেলার  মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও কাশিয়ানবী উপজেলা হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। 

See More

Latest Photos