৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষে ঘাম ঝরল ওসিমেনদের; আফকনে নাটকীয় জয়
নাইজেরিয়ার রুদ্ধশ্বাস জয়: তিউনিসিয়াকে হারিয়ে শেষ ষোলোয় ‘সুপার ঈগল’রা
আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) তিউনিসিয়ার বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াই শেষে শেষ হাসি হাসল নাইজেরিয়া। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি একতরফাভাবে জিতে নেবে তিনবারের চ্যাম্পিয়নরা, কিন্তু শেষ মুহূর্তের ১৩ মিনিটের ঝড়ে চিত্রপট প্রায় বদলে দিচ্ছিল তিউনিসিয়া। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের নকআউট পর্ব বা শেষ ১৬ নিশ্চিত করল তারা।
প্রথমার্ধে ওসিমেন ম্যাজিক
শনিবার রাতে মরক্কোর ফেজ শহরে গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট নাইজেরিয়া ও তিউনিসিয়া। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ‘সুপার ঈগল’রা। ৪৪ মিনিটে অ্যাডেমোলা লুকম্যানের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে নাইজেরিয়াকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।
গোল উৎসব ও লুকম্যানের দাপট
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ আরও জোরদার করে নাইজেরিয়া। ৫০ মিনিটে লুকম্যানের কর্নার থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি পান উইলফ্রেড এনদিদি। ব্যবধান দ্বিগুণ হওয়ার পর তিউনিসিয়া কিছুটা খেই হারিয়ে ফেলে। ৬৭ মিনিটে আবারও দৃশ্যপটে ওসিমেন; তাঁর দেওয়া পাস থেকে এবার গোল উৎসবে মাতেন অ্যাডেমোলা লুকম্যান। ৩-০ তে এগিয়ে গিয়ে গ্যালারিতে জয়োল্লাস শুরু করে নাইজেরিয়ার সমর্থকরা।
তিউনিসিয়ার পাল্টা আঘাত ও রোমাঞ্চ
ম্যাচ যখন নাইজেরিয়ার পকেটে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় ‘কার্থেজ ঈগলস’রা।
৭৪ মিনিট: হ্যানিবাল মেজব্রির ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন মনতাসার তালবি।
৮৭ মিনিট: নাইজেরিয়ার ডি-বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় তিউনিসিয়া। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন আলি আবদি (৩-২)।
যোগ করা সময়ে সমতায় ফেরার দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফেরজানিাসাসি ও ইসমাইল ঘারবি। ফলে তীরে এসে তরী ডোবে তিউনিসিয়ার।
পয়েন্ট টেবিলের চিত্র
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে নাইজেরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উগান্ডা। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা তিউনিসিয়াকে নকআউটে যেতে হলে শেষ ম্যাচে তানজানিয়ার বিপক্ষে অন্তত ড্র করতে হবে।