২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা; আজ থেকে কার্যকর
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৮৩৮৬ টাকা
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের মূল্যহ্রাসের প্রেক্ষিতে এবং স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির এই সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছে, ফলে এর নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায় যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুসারে, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই এই সংশোধিত মূল্য কার্যকর হবে।
নতুন মূল্যতালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা
উল্লেখ্য, এর আগে গত ১৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই সময় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। তখন ২১ ক্যারেট ছিল ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।