জীবন উদযাপন করাই শ্রেয় শুধু বেঁচে থাকার চেয়ে : পরীমনি

Total Views : 91
Zoom In Zoom Out Read Later Print

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন। তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমনি। আর জন্মদিনের দিন (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। নিজের বিশেষ দিনটি ঘিরে ফেসবুকে পরীমনি লিখেন- এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।

পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা।

এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমনি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিকমাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমনি। তিনি লেখেন- অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমনি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।

See More

Latest Photos