সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় একটি সুন্দর দিন : বুবলী

Total Views : 105
Zoom In Zoom Out Read Later Print

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হন এ তারকা। তবে এখন আর আগের মতো সিনেমায় নিয়মিত অভিনয়ে দেখা যায় না বুবলীকে। কিন্তু অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি।

মাঝেমধ্যেই অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালোলাগা-মন্দলাগার মুহূর্ত শেয়ার করে নেন। তারই ধারাবাহিকতায় ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন শবনম বুবলী, যা সবার নজর কেড়েছে। 

সামাজিক মাধ্যমে শুক্রবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সঙ্গে কালো প্যান্ট, যা তার স্টাইলে নতুনমাত্রা এনে দিয়েছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন। 

শুধু তাই নয়, অভিনেত্রীর পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুল তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের স্নিগ্ধতা উপভোগ করছেন। ছবির ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন— একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়, শুভ সকাল।

অভিনেত্রীর এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে। তার এই সৌন্দর্য ও ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতা ছড়িয়ে দেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠে তার পোস্ট।

See More

Latest Photos