রূপালি পর্দায় রাজপুত্র প্রয়াত তারকা সালমান শাহ অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এতে অন্যতম আসামি করা হয়েছে খল অভিনেতা ডনকে। তারপর থেকেই নীরব তিনি। মুঠোফোনও বন্ধ। তবে ডনের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সালমানের মৃত্যুর দিন কোথায় ছিলেন জানিয়েছেন সেখানে। আলোচিত সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান সেন্সর অব হিউমারে এসেছিলেন ডন। সেখানে ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান, ঘটনার সপ্তাহ খানেক আগে ডন এবং সালমান একসাথেই ছিলেন। ডনের ভাষ্যে, ৩০ আগস্ট তাকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর ১ থেকে ৭ তারিখ তিনি বগুড়াতেই ছিলেন কারণ বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। এরপর ৬ তারিখ সন্ধ্যা ৭টার খবরে ডন জানতে পারেন, সালমান শাহ আর নেই। এ বিষয়ে ডন বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন। ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।’
ডন কোথায় ছিলেন সালমান শাহ্ এর শেষ সময়ে ?
এদিকে ডনের পুরনো সেই ভিডিওটি ভাইরাল হতেই নানারকম মন্তব্য করছেন নেটাগরিকেরা। তাদের অধিকাংশই প্রকাশ করছেন ক্ষোভ। কেউ লিখেছেন, ‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেয়ে নেন। সামনে বিপদ আছে।’ কারো কারো ভাষ্য, ‘এই লোক হত্যার সাথে জড়িত ১০০%।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।