দেশজুড়ে অভিযানে পুলিশের হাতে ১,৭৪৮ অপরাধী গ্রেপ্তার

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

একদিনে ১,২০৭ জন পরোয়ানাভুক্ত আসামি আটক; উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাহিনী। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা হলো ১ হাজার ২০৭ জন, এবং অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও, এই অভিযানকালে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। জব্দ হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দেশীয় পাইপগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি ছোরা এবং তিনটি ছুরি।

See More

Latest Photos