সিপিবির সাবেক সেক্রেটারি সুমন ৪ মামলায় জামিন পেলেন

Total Views : 62
Zoom In Zoom Out Read Later Print

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের পক্ষে আন্দোলনের কারণে গ্রেপ্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন অর রশীদ চারটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বলেন, চারটি মামলায়ই জামিন পাওয়ায় অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর এবং সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আরও দুটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২৮ অক্টোবর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের সময় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে সুমনসহ কয়েকজন রাজনৈতিক উপস্থিত ছিলেন। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। আলোচনায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে শ্রমিকেরা। পুলিশ কমিশনারের আশ্বাসে আন্দোলনকারীরা ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন।

তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে, ৩১ অক্টোবর মধ্যরাতে সুমনকে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করে। ১১ দিনের মাথায় আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়।

See More

Latest Photos