মক্কায় প্রিয়াঙ্কা বিয়ের পরদিনই

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন। তার স্বামীর নাম রাকিবুল হাসান। ৯ নভেম্বর (রোববার) পুরান ঢাকায় পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের। রাকিবুল হাসান নারায়ণগঞ্জের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার)। বিয়ের পরদিনই নবদম্পতি ওমরা পালনের উদ্দেশে সৌদি আরবে যান। তারা আগামী ২৩ নভেম্বর দেশে ফিরে আসবেন। প্রিয়াঙ্কা জামান বলেন, রাকিবের সঙ্গে পরিচয় দীর্ঘ নয়। অল্প দিনের পরিচয়ে আমি তাকে চিনি, বোঝার চেষ্টা করেছি তার চরিত্র, মানসিকতা এবং ভবিষ্যতে আমাকে কতটা সাপোর্ট দিতে পারবে। সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনের স্বপ্নের মতোই রাকিব একজন আদর্শ মানুষ। তিনি আরও যোগ করেন, নারী জীবনের স্বপ্ন থাকে একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া এবং রাকিব সেই স্বপ্নের মানুষ। তিনি আমাকে পেয়ে ভীষণ খুশি, তার বিনয় ও যত্ন আমাকে মুগ্ধ করেছে। বিয়ের পরপরই আমরা ওমরার উদ্দেশে রওনা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং জীবন একসঙ্গে কাটাতে পারি। জানুয়ারিতে পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আরও পড়ুন ধর্মেন্দ্রর মৃত্যুর গুজবে মুখ খুললেন স্ত্রী ও কন্যা

রাকিবুল হাসান জানান, একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখেছি এবং প্রথম দেখাতেই ভালো লেগেছিল। এরপর আমাদের দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্ক না রেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।

প্রিয়াঙ্কা জামান ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত আছেন। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘যেমন জামাই তেমন বউ’। তার অন্যান্য মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হলো—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।

See More

Latest Photos