২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস আন্তঃলেনদেন: গভর্নর

Total Views : 31
Zoom In Zoom Out Read Later Print

স্বচ্ছতা ও দুর্নীতি কমাতে আইআইএসপি প্ল্যাটফর্ম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা করেছেন যে, ২০২৭ সালের জুলাই মাস থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বিমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ সব সংস্থার মধ্যে ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থা কার্যকর হলে নগদ টাকা উত্তোলনের (ক্যাশ আউট) প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা জানান।

গভর্নর বলেন, লেনদেনে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। আর এ জন্য আন্তঃলেনদেন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামীতে এই ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এটি চালু হলে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

মোজোলুপের সঙ্গে চুক্তি, প্ল্যাটফর্মের নাম ঘোষণা

আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, "এই চুক্তির আওতায় মোজোলুপের এই প্ল্যাটফর্মটির নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।"

See More

Latest Photos