ধোনি-দ্রাবিড়কে ছাড়িয়ে সালমান আগার বিশ্ব রেকর্ড

Total Views : 32
Zoom In Zoom Out Read Later Print

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানি অধিনায়ক

চলতি পঞ্জিকাবর্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যা বিশ্বের যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৪৫ ম্যাচ খেলে পরের অবস্থানে আছে। এর মধ্যে, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আগা তাঁর দলের খেলা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই অংশগ্রহণ করেছেন।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি ছিল সালমানের এই বছরের ৫৪তম আন্তর্জাতিক ম্যাচ। বাবর আজমের দারুণ ব্যাটিং নৈপুণ্য ও উসমানের হ্যাটট্রিকের কল্যাণে পাকিস্তান ম্যাচটি জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছে।

এই ম্যাচ খেলার মাধ্যমেই সালমান আগা এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি ৫৩ ম্যাচ খেলে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) এবং মহেন্দ্র সিং ধোনি (২০০৭)—কে পেছনে ফেলেছেন।

উল্লেখ্য, এক বছরে প্রথমবার ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার ১৯৯৭ সালে। এই দশকে সালমানের আগে পঞ্চাশ বা তার বেশি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে ড্যারিল মিচেলের, যিনি ২০২৩ সালে ৫১টি ম্যাচ খেলেছিলেন।

ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, সালমানের এই অসাধারণ রেকর্ড পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে। বছরের প্রতিটি ম্যাচে অংশ নেওয়া কেবল চ্যালেঞ্জিংই নয়, বরং মানসিক ও শারীরিক দিক থেকেও অত্যন্ত কঠিন। সালমান সেই অসম্ভবকে সম্ভব করেছেন। তাঁর এই অর্জন পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

See More

Latest Photos